প্রাকৃতিক শৃঙ্গের মাঝে অদ্বিতীয় বান্দরবানের সৌন্দর্য ,তার সৌন্দর্যের অপরুপ বহিঃপ্রকাশ ঘটেছে নীলগিরিতে।পাহাড়ের গায়ে আকাশ ছুঁই ছুঁই সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ। চিম্বুক পাহাড় পেরিয়ে যেতেই কিছু দূরে চোখে ভাসছে সুউচ্চ দূর পাহাড়।চারদিকে শুধুই নীল আর নীল। নীল আকাশে সাদা মেঘের ভেলা।বান্দরবানের মেঘ মিলনে,পাহাড়ের আলোয় অঙ্কিত এক সুন্দর ক্ষণ যা অবিস্মরণীয় হয়ে আছে আমার মনে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি নীলগিরি ।
0 Comments